শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

Daily Pokkhokal
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ
২৩৫ বার পঠিত
বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

---চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের পাহাড়তলীতে ঢাকাগামী ঊর্মি গোধূলী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ‌্যুত হয় গেলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ঢাকামুখী (আপলাইন) লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ সময় ট্রেনের দুই চালক আহত হয়েছেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালকদের উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে ভর্তি করেন।

আহত দুজন হলেন চালক (লোকো মাস্টার) মহিন উদ্দিন (৫৯) ও সহকারী চালক মাহিদুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ট্রেনটি চট্টগ্রাম বন্দর সংযোগ লাইন থেকে ঢাকামুখী মূল লাইনে ওঠার সময় ইঞ্জিনটি বিকট শব্দে কাত হয়ে পড়ে যায়। এ সময় চালক মহিন উদ্দিন ইঞ্জিনের একপাশে গাছের সঙ্গে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।

চালক মহিন উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটের সময় বন্দর থেকে ট্রেন চালানো নির্দেশনা (লাইন ক্লিয়ার) নিয়ে ১১টার দিকে ট্রেন ছেড়ে আসে। সাড়ে ১১টার দিকে মূল লাইনের সিগন্যাল লাইট দেখতে না পেয়ে ট্রেন থামান। ২ মিনিট পর সিগন্যালের বিষয়ে নিশ্চিত হয়ে ট্রেনটি পুনরায় চালান। এতে মূল লাইনে উঠতে না উঠতে ইঞ্জিনটি পড়ে যায়।’

রেলওয়ের ট্রাফিক পরিদর্শক মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তের ব্যাপার। এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাবে না। চট্টগ্রামমুখী (ডাউন) লাইনে সব ট্রেন চালানো হচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)