হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ ফাইনালে বিজিবি-পুলিশ
পক্ষকাল (ক্রীড়া) প্রতিবেদক : জাতীয় পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হবে বিজিবি ও বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ৩টায়
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বুধবার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলায় বিজিবি ৪২-১৫ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ২১-৮ গোলে এগিয়ে ছিলো। বিজিবি-এর পক্ষে সুধন বড়–য়া ১৩টি, বিপুল ঘোষ ৭টি ও ইমদাদুল হক ৬টি গোল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষে হাবিবুর রহমান ৫টি ও উমর ফারুক ৩টি গোল করেন।
দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ ৩১-১৯ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১২-৫ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ পুলিশ-এর পক্ষে চিনু ৮টি ও মাহবুব ৬টি গোল এবং বাংলাদেশ আনসার-এর পক্ষে রফিক ও রবিউল যথাক্রমে ৪টি করে গোল করেন।
ফাইনাল খেলা শেষে সমাপনী ও পুরস্কার প্রদানের অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইসলাম মজুমদার, চেয়ারম্যান, এক্সিম ব্যাংক ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস।