শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » নেতার খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় হিজড়ারা পক্ষকাল ডেস্কঃ
নেতার খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় হিজড়ারা পক্ষকাল ডেস্কঃ
জামালপুরে এক হিজড়া নেতা খুন হওয়ার তিন দিনেও কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবিদা সুলতানা মিতু এই আবেদন জানান।
তিনি বলেন, “হায়দার হিজড়াকে গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এখনো খুনিরা গ্রেপ্তার হয়নি। আমরা বিচার পাচ্ছি না। তাহলে তৃতীয় লিঙ্গ হিসেবে সরকার আমাদেরকে কেন স্বীকৃতি দিল?
“আমরা খুনিদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি, যাতে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।”
গত ১৪ অক্টোবর জামালপুরের ইসলামপুরে নিজের বাড়িতে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের জেনারেল কমিটির সহসভাপতি হায়দার হিজড়াকে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তিনি রাজধানীর মগবাজারের হিজড়া গোষ্ঠির ‘গুরু মা’ হিসেবেও দায়িত্বরত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে প্রবীণ হিজড়া সংগঠনের উপদেষ্টা মেজবা হিজড়া বলেন, “হায়দার হিজড়াকে যারা হত্যা করেছে, তাদের আমরা ফাঁসি চাই। এরা মানুষের শত্রু, হিজড়াদের শত্রু, এরা মানুষরূপী পশু।”
আবিদা বলেন, “ভয়ঙ্কর অপরাধীরা হিজড়া সেজে হত্যা-ধর্ষণ-চাঁদাবাজি-ছিনতাই-অস্ত্র-মাদক-পতিতা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এখন হায়দার হিজড়া যে সম্পত্তি রেখে গেছেন তার লুটপাটেরও অপচেষ্টা চলছে। এই সব অপকর্ম কোনোভাবে মেনে নেওয়া হবে না।”
আনুড়ি হিজড়া বলেন, “সরকার একদিকে বলে আমরা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃত জনগোষ্ঠী। অথচ তিন দিন হয়ে গেল আমাদের গুরু মা হায়দার হিজড়ার হত্যাকারীরা ধরা পড়লো না।
“পুলিশ ভাইরা কেন পারছেন না তাদের ধরতে? অথচ তারা (পুলিশ) আমাদের দেখলে কত আন্তরিকতা দেখায়, সহযোগিতা করেন।”
মানববন্ধনে অন্যদের মধ্যে সীমা হিজড়া, দিপালী হিজড়া, বিউটি হিজড়া, সুইটি হিজড়া, অনু হিজড়া ও পাহাড়ী হিজড়া বক্তব্য রাখেন।
এরপর শতাধিক হিজড়া মিছিল করে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে যান।