শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদক বলছি » ২৫০০ কোটি রুপির মালিক থেকে পাগল, জোটে না খাবারও!
প্রথম পাতা » অর্থনীতি | সম্পাদক বলছি » ২৫০০ কোটি রুপির মালিক থেকে পাগল, জোটে না খাবারও!
৩১২ বার পঠিত
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫০০ কোটি রুপির মালিক থেকে পাগল, জোটে না খাবারও!

---
মাত্র বছর তিনকে আগেও একটা আস্ত কোম্পানির মালিক ছিলেন তিনি। গ্যারেজে ছিল ৬৪টা গাড়ি, পরনে স্যুট, ক্লিন সেভড চেহারা। সম্পত্তির পরিমাণ ছিলো ২৫০০ কোটি রুপির। কিন্তু এখন জেলে পাগলের মতো প্রলাপ বকছেন ভারতের সারদা চিটফান্ড কোম্পানির একসময়ের চেয়ারম্যান সুদীপ্ত সেন।

গত তিন বছর পাল্টে দিয়েছে অনেক কিছুই। হাতকড়া পড়েছে সুদীপ্তর হাতে। এ সময়ে জেলের ভাত ছাড়া অন্য কিছু জোটেনি সুদীপ্তর ভাগ্যে। সরে গিয়েছে একসময়ের বন্ধুরাও। এখন তিনি নাকি আধপাগল অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন জেলে। ‘হিন্দুস্থান টাইমস’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি তার জন্য মনোবিদও ডেকেছিল জেল কর্তৃপক্ষ।

জেলে ঢোকার পর থেকে চেহারায় বয়সের ছাপ পড়েছে তার। ওজন প্রায় অর্ধেকে পৌঁছেছে। আলিপুর জেলের ভিতর কারও সঙ্গে তেমন কথাও বলেন না তিনি। একাকি উদাসভাবে ঘুরে বেড়ান। মুখে বিড়বিড় করে কি বলেন, কেউ তা বুঝতে পারে না। গত বৃহস্পতিবার নাকি তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন একাধিকবার। এরপর ডাকা হয়েছে চিকিৎসক ও মনোবিদ।

৭ ফুট বাই ৫ ফুটের ঘরেই দিন কাটে তার। খাওয়া-দাওয়া নাকি প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। দিনে দিনে কমছে ওজন। না খেয়ে খেয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরে আসার পর চিকিৎসকদের সঙ্গে অসংলগ্ন ভাষায় কথা বলতে শুরু করেন সুদীপ্ত। অ্যাকউট ডিপ্রেসনেই এই অবস্থা বলে মনে করছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, ২০১৩ সালে কাশ্মীর থেকে ধরা পড়েন সারদা কর্তা সুদীপ্ত সেন। চিটফান্ড মামলা প্রকাশ্যে আসার পর সেখানেই পালিয়েছিলেন সুদীপ্ত।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)