বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » বেওয়ারিশ হিসেবে জুরাইনে ৯ জঙ্গির দাফন সম্পন্ন
বেওয়ারিশ হিসেবে জুরাইনে ৯ জঙ্গির দাফন সম্পন্ন
পক্ষকাল সংবাদঃ
জুরাইন কবরস্থানে কল্যাণপুরে নিহত ৯ জঙ্গিকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মুগদা শাখার ডিউটি অফিসার শাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুরে জোহরের নামাজের পর জানাজা শেষে জুরাইন কবরস্থানে লাশগুলো দাফন করা হয়। এর আগে বুধবার (২৮ সেপ্টেম্বর) লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে ৯ জঙ্গির লাশ দাফনের জন্য গ্রহণ করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর এবং আঞ্জুমান মফিদুলের কর্মকর্তা এম এ কামাল। বেলা সাড়ে ১১টার দিকে তিনটি পিকআপে ৯ জঙ্গির লাশ নিয়ে রওনা হন তারা।
লাশ হস্তান্তরের সময় জঙ্গিদের কারও কোনও স্বজন আসেনি বলেও জানান তিনি।
আঞ্জুমান মফিদুলের মুগদা শাখার ডিউটি অফিসার শাহাব উদ্দিন বলেন, ‘৯ জঙ্গির লাশ দাফনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। আমরা তিনটি গাড়ি পাঠিয়ে লাশ গ্রহণ করেছি। লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।’
প্রসঙ্গত, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডে ‘তাজ মঞ্জিলে’ জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। পরিবারের পক্ষ থেকে লাশ নিতে অস্বীকৃতি জানানোয় দাফনের জন্য আজ বুধবার আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করা হলো।