বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » একজন সৃষ্টিশীল মানুষ কখনও ‘নেই’ হয়ে যান কী ?
একজন সৃষ্টিশীল মানুষ কখনও ‘নেই’ হয়ে যান কী ?
২৭ তারিখ সৈয়দ হক মহাপ্রস্থান করেছেন অনন্তলোকের পথে !
‘নেই’ হয়ে গেছেন কী ?অথচ দিনমান দেখছি, প্রিন্ট মিডিয়ায়, ইলেক্ট্রোনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া জুড়ে
একটি খুব কমন শব্দ ‘সৈয়দ হক আর নেই’…… মানে কি ?তিনি যদি ‘নেই’ হবেন, তাহলে অতখানি জুড়ে ‘আছেন’ কিভাবে ?
‘
একজন ব্যক্তি ‘নেই’ হতে পারেন । সৃষ্টিশীল মানুষ কী কখনও হারায় ?’নেই’-এর শোক ব্যক্তিক । যিনি সমস্তর হয়ে কাজ করেন তাঁর জন্য ‘আছেন’ বা ‘নেই’-এর জায়গা থাকে কী ?…… তিনি তো সতত বহমান…… কাছের কিংবা দূরের !আর একজন ‘কবি’ বিপন্ন মানুষের আশ্রয় ! সতত বহমান তাঁর অবিনাশী শব্দমালাকে আশ্রয় করে সেই বিপন্ন মানুষ তার নিদানকালে বাঁচে, সহজ হয়, উঠে দাঁড়ায় । ‘কবি’র নিজের সৃষ্টির কাছে তাই ব্যক্তি মানুষটি ন্যূন হয়ে যায় ! কবি হয়তো তাঁর যাপিত জীবনের হার্দ্য-রক্তক্ষরণ থেকে তুলে আনেন অবিনাশী হীরকচূর্ণ সমূহ… পাঠক সেই সুধা অনায়াসে পান করে মানসিক তৃষ্ণা মেটায়…… শুধু মাত্র কবি-ই জানেন তাঁকে কী মূল্য চুকিয়ে মহাকালের পায়ের কাছ থেকে গ্রহণ করতে হয় সমুহশব্দ এবং তার বিভা !
‘
ব্যক্তিক ‘সৈয়দ হক’কে নিয়ে নানান রিজার্ভেশন থাকতে পারে কিন্তু একটি কথা না বলে পারছি না, তিনি যেখানে ‘কবি’ সেইখানে তাঁর মতো শব্দে শুদ্ধাচারী সৃষ্টিশীল মানুষটিকে যখন কেউ বলে তিনি ‘নেই’ হয়ে গেছেন…… তখন তাঁদের সাহিত্যবোধ, শিল্পবোধ, এমন কী আধ্যাত্মিকবোধ নিয়েও আমার ঘোরতর সন্দেহ জাগে মনে !
‘
তিনি বেঁচে ছিলেন, বেঁচে আছেন….বেঁচে থাকবেনও তাঁর অবিনাশী শব্দমালা নিয়ে !
যেমন আর আর সব সৃষ্টিশীল মানুষ আদিকাল থেকে বিপুল গৌরবে বেঁচে আছেন ‘এই জীবিত ব্যক্তিক আমি-র’ চেয়েও সশব্দ আয়োজনে !
‘
“কে বলে গো সেই প্রভাতে ‘নেই’ আমি…… সকল খেলায়, সকল খেলায় করবে খেলা এই ‘আমি’ “——রবীন্দ্রনাথের এই বোধ সতত ‘আমি’ র অহংবোধের শক্তিকে প্রতিষ্ঠিত করেছে !
‘
সৃষ্টিশীল ‘আমি’-র….বিনাশ নেই… হনন নেই…… সদা সতত বহমান…… হোক তা কাছের কিংবা দূরের …… হোক তা মৃত্যুর এই পারের কিংবা অপর পারের !
‘
তিনি রয়ে যান !