রবিবার, ২ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » বঙ্গবন্ধুর খুনি-যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত শিগগিরই: মন্ত্রী
বঙ্গবন্ধুর খুনি-যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত শিগগিরই: মন্ত্রী
পক্ষকাল সংবাদঃমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের সব সম্পদ শিগগিরই বাজেয়াপ্ত করা হবে।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগের উদ্যোগে অনুষ্ঠিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের দল প্রমাণিত হওয়ায় তাদের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার। দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হতে পারলে, জঙ্গিবাদের উস্কানি ও মদদদাতাদের বিচারও এদেশের মাটিতেই হবে।
তিনি বলেন, ‘খালেদা জিয়া জামায়াতের অঘোষিত আমির। দেশ যখন এগিয়ে চলছে, ঠিক তখনই খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’
জঙ্গিদের ‘রাজনৈতিক কবর’ বাংলার মাটিতে রচিত হবে- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, আগাছা পরিষ্কার করার মতো বাংলার মাটি থেকে জঙ্গিবাদও পরিষ্কার করা হবে।
সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এমএ করিম, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রাজিব প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের সকল স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।