সোমবার, ৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » মোদিকে হুমকি, বার্তাবাহক পাকিস্তানি কবুতর আটক!
মোদিকে হুমকি, বার্তাবাহক পাকিস্তানি কবুতর আটক!
পক্ষকাল ওয়েভঃ
উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা ও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে তখন ভারতে আক্রমণের হুমকি-সংক্রান্ত চিঠিসহ বিএসএফের সদস্যরা একটি পাকিস্তানি কবুতরকে আটক করেছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের বামিয়াল গ্রাম থেকে চিঠিসহ পাকিস্তানি কবুতরটিকে আটক করেছে।
উর্দু ভাষায় লেখা ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। চিঠিটি উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর দু’দিন আগে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে দুটি বেলুন উদ্ধারের দাবি জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বলা হয়, বেলুনে লেখা ছিল, মোদি আপনি আমাদেরকে ১৯৭১ সালের সেই জনগণ মনে করবেন না। এখন পাকিস্তানের প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে।
কবুতর আটক ও চিঠি উদ্ধারের বিষয়ে পাঠানকোটের পুলিশ ইন্সপেক্টর রমেশ কুমার জানান, ধূসর রঙের কবুতরটিকে বিএসএফ’র ফাঁড়ির কাছ থেকে আটক করা হয়। কবুতরটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এর আগে, গত বছরও ‘গোয়েন্দা’ সন্দেহে একটি কবুতরকে আটকের দাবি করে ভারত।