সোমবার, ১০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » আমন্ত্রণ পেলে আ্ওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেবেন বিএনপি
আমন্ত্রণ পেলে আ্ওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেবেন বিএনপি
পক্ষকাল সংবাদ : আওয়ামী লীগের কাউন্সিলের আর কয়েকদিন বাকি। প্রস্তুতি চলছে কাউন্সিলের। অতিথিদের তালিকাও তৈরি হচ্ছে। আর কয়েকদিন পর থেকে দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো শুরু হবে। তবে ইতোমধ্যে বিদেশি অথিতিদের আগে ভাগেই আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। অভ্যর্থনা কমিটি এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিএনপি আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি ও কাউন্সিলের বিভিন্ন দিকে নজর রাখছে। তাদেরকে আমন্ত্রণ জানানো হয় কিনা তাও দেখছে।এখনও পর্যন্ত আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র নেতাদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।
জানানো হবে এমন কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র নেতাদের দাওয়াত দেওয়া হবে কিনা এই ব্যাপারে বলতে পারছি না। কারণ এমন কোনো সিদ্ধান্ত আমার এখনও জানা নেই। তিনি বলেন, এই বিষয়টি দেখছে আমাদের অভর্থ্যনা কমিটি। উপরে সিদ্ধান্ত হলে তারা আমন্ত্রণ পত্র পাঠাবেন।
এদিকে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ একজন নেতা বলেন, আওয়ামী লীগের তরফ থেকে আমাদের ম্যাডামের নামে কোনো দাওয়াত পত্র এসেছে এমনটি আমার জানা নেই। আওয়ামী লীগের কাউন্সিলে তারা আমাদের আমন্ত্রণ জানাবেন কিনা এটা বলা যাচ্ছে না। কারণ এর আগে আমাদের কাউন্সিলে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিনিধিরা ২০০৯ সালে যোগ দিয়েছিলেন। কিন্তু এবারে আমাদের কাউন্সিলে অওয়ামী লীগের সভানেত্রীর তরফ থেকে কোনো নেতা ও প্রতিনিধি যোগ দেননি।
আওয়ামী লীগের কাউন্সিলে আমাদের আমন্ত্রণ জানাবে বলে মনে হচ্ছে না। কারণ তারা এখন এমন অবস্থায় চলে গেছে তারা মনে করছে দেশে এখন আর কোনো দল নেই। তারাই ও তাদের জোটই সব রাজনৈতিক দল ও তারাই রাজনীতি করে। বিএনপিকে তারা তাচ্ছিল্য করে। এই ভাবে একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনীতির সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ যদি আমাদের নেতা ও দলের নেতাদের আমন্ত্রণ জানান, সেই ক্ষেত্রে বিষয়টি নিয়ে ম্যাডাম দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন। এরপর আলোচনা করেই সিদ্ধান্ত নিবেন।
এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা হচ্ছেন এটা বিএনপি নিশ্চিত। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে তাদের মধ্যে কৌততূহল রয়েছে। এছাড়াও দলের কোন কোন নেতা পদ পাচ্ছেন সেটাও দেখতে চাইছেন। সেই সঙ্গে আওয়ামী লীগের কমিটিকে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা, ববি মুজিব সিদ্দিকী সম্পৃক্ত হন কিনা কোনো পদে আসেন কিনা সেটাও দেখার জন্য অপেক্ষা করছেন। যদিও বিএনপির কাছে খবর রয়েছে জয় আওয়ামী লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, আওয়ামী লীগের কাউন্সিলের জন্য তাদের তরফ থেকে কোনো দাওয়াত এখনও আসেনি বলেই জানি। তারা আমন্ত্রণ জানাবে কিনা সেটা তারাই জানেন। তবে আমন্ত্রণ জানালে এই ব্যাপারে ম্যাডাম সিদ্ধান্ত নিবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে তারা কোনো নতুন নেতাকে সম্পৃক্ত করেন কিনা এবং দলে কে কোন পদে আসছেন সেটাও দেখতে হবে। এছাড়াও তাদের সম্মেলন তারা সরকারে আছেন বলে যেভাবে করছেন সেইভাবেতো আমাদের করতে দেওয়া হয়নি। কত বাঁধা দেওয়া হয়েছে। একই দেশেতো দুই রকম নিয়ম হতে পারে না। একই রকম নিয়ম হওয়া উচিত। তারা সরকারের আছেন বলে সব কিছুই তাদের মতো করে করবেন, বিএনপিকে পদে পদে বাঁধা দেওয়া হবে, এটা ঠিক না।
তিনি বলেন, আমরা আশা করি সরকারি দল কাউন্সিল করবে এবং দ্রুতই একটি নির্বাচন দিবে। এবং বিএনপির সঙ্গে সংলাপে বসবে।