বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » পাবনা রেইনবো স্কুলের শতভাগ সাফল্য অভিভাবকেরা আনন্দিত
পাবনা রেইনবো স্কুলের শতভাগ সাফল্য অভিভাবকেরা আনন্দিত
বিশেষ প্রতিনিধি:
সদ্য সমাপ্ত পিএসসি ও জেএসসি পরীক্ষায় পাবনা রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের ফলাফল শতভাগ পাশ করায় অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন। পিএসসিতে ৪০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে ২২ জন এ প্লাস ও ১৮ জন এ গ্রেডে পাশ করার কৃতৃত্ব অর্জন করেছে। জে এসসিতে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ২জন এ প্লাস ও ৭ জন এ গ্রেডে পাশ করেছে। এ ফলাফলে অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন। ১৯৯৭ সালে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই শভভাগ পাশ ছাড়াও সিংহভাগ ছাত্র-ছাত্রী জেলা স্কুল ও সরকারী বালিকা বিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পেয়ে থাকে।
পাবনায় যত গুলো বেসরকারী নাম করা স্কুল রয়েছে তার ভেতর এই প্রথম নিজ প্রতিষ্ঠানের নামে রেজিষ্ট্রেশন করে পিএসসি ও জেএসসি পরীক্ষায় রেইনবো স্কুলের ছাত্র ছাত্রীগন বোর্ড পরীক্ষা দেবার সুযোগ পেয়ে শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। যেটা পাবনা শহরের স্কয়ার স্কুল ও কালেক্টরেট স্কুল ও কলেজও অর্জন করতে পারে নাই। স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী মাইমুনা সেখ মাহিয়ার অভিভাবক খ.শারিফা আলম সিমু বলেন, শিক্ষাসহ আমাদের ছেলে-মেয়েদের গড়ে তোলার জন্য রেইনবো ইন্টারন্যশনাল স্কুলটি সব শ্রেনীর পরিবারদের উপযোগী। এখানে প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত লেখাপড়ার সুযোগ ছেলে মেয়েরা পাচ্ছে। এ স্কুলে লেখাপড়া ভাল হবার কারনে রেজাল্ট ভাল হওয়ায় আমাদের অভিভাবকদের অন্য কোথাও ভর্তির টেনশন করতে হয়না।