শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » দুর্নীতির টাকায় হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন: নোমান
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » দুর্নীতির টাকায় হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন: নোমান
২৮৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতির টাকায় হচ্ছে আওয়ামী লীগের সম্মেলন: নোমান

---
পক্ষকাল ডেস্কঃআওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের সফলতা কামনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে বক্তব্য দেয়ার একদিন পরেই আয়োজনের সমালোচনা করেছেন বিএনপিরই আরেক নেতা। এই সম্মেলনকে ঘিরে ব্যাপক আয়োজনের বিষয়টি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘সম্মেলনের গেট দেখলেই বোঝা যায় দুর্নীতির টাকায় এই সম্মেলন হচ্ছে।’

বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের স্মরণে বুধবার (১৯ অক্টোবর) রাজধানীতে এক আলোচনায় নোমান এ কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন। এই আয়োজন জমকালো হবে-আগেই ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যান তো বটেই সম্মেলনের জন্য সাজানো হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। তোরণ নির্মাণের পাশাপাশি রঙ-বেরঙ এর মরিচ বাতি ঝোলানো হয়েছে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে।

এসব জাঁকজমক আয়োজনের সমালোচনা করে নোমান বলেন, ‘এ সম্মেলনে লক্ষ লক্ষ নয়; কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এ খরচের কথা তারা নিজেরাই স্বীকার করেছে। কিন্তু এ টাকার উৎস পরিষ্কার করা হচ্ছে না।’

জাতীয় সম্মেলন করতে ক্ষমতাসীন দল চাঁদাবাজি করছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘তারা নিজেরা সম্মেলনের টাকা খরচ করছে না। কিছু অসাধু ব্যবসায়ী ও দুর্নীতিবাজরা অর্থ দিয়ে এ সম্মেলন বাস্তবায়ন করছে। সম্মেলন শেষে রাষ্ট্রীয় কোন খাত থেকে তা তুলে নেয়া হবে। আর এ আশায় তারা টাকা দিতে কার্পণ্য করছে না।

নোমান বলেন, সম্মেলন উপলক্ষে সারা ঢাকার শহরে বাতি দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। কিন্তু জনগণের মনে যে আগুন জ¦লছে তা তারা নিভাতে পারবে না।

গত মার্চে সোহরাওয়ার্দী উদ্যানেই বিএনপির জাতীয় সম্মেলনের কথা উল্লেখ করে নোমান বলেন, ‘সে সময় সম্মেলনের জন্য কোন স্থান দেয়া হয়েছিলো না। সম্মেলনের তিন দিন আগেও আমরা বলতে পারিনি কোথায় সম্মেলন হবে। অথচ তাদের বেলায় দৃশ্যপট সম্পূর্ণ আলাদা।’

বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহের প্রশংসা করে নোমান বলেন, তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দুর্দিনে তিনি বিএনপির পাশে থাকতেন। স্বতস্ফূর্তভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়নের। তার অনুসরণ করে নেতা-কর্মীদেরকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান নোমান।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)