শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আমি কোনো অঞ্চলের নই : ওবায়দুল কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আমি কোনো অঞ্চলের নই : ওবায়দুল কাদের
২৯১ বার পঠিত
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি কোনো অঞ্চলের নই : ওবায়দুল কাদের

---
শফিকুল ইসলাম কাজলআওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদকে নিজের পরিশ্রমের পুরস্কার হিসেবে রাজনৈতিক জীবনের সর্বোচ্চ অর্জন এবং সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে দেখছেন ওবায়দুল কাদের

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং এ এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি আমার পরিশ্রমের পুরষ্কার পেয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি।’

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, বাঙালির বীর কন্যা, বাঙালির সূর্যকন্যা শেখ হাসিনা, আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি-সর্বোচ্চ স্বীকৃতি তিনি আমাকে দিয়েছেন। আমি আমার নেত্রীর কাছে অভিভাবকের কাছে কৃতজ্ঞ। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।’

শেখ হাসিনার আস্থার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি আমাকে ডাক দিয়েছেন আওয়ামী লীগের মতো একটা ঐহিত্যবাহী পার্টির জন্য। এই পার্টির দায়িত্ব দিতে গিয়ে আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমার সব ঘাম, শ্রম, মেধা দিয়ে, আমি আমার সব কিছু শক্তি, সামর্থ আমি উজাড় করে দেবো আমার নেত্রী প্রদত্ত এই আস্থার পবিত্রতা রক্ষা করতে গিয়ে।’
আমি কোনো আঞ্চলিক নেতা নই

ওবায়দুল কাদেরের জন্মও বেড়ে উঠা নোয়াখালীতে। তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এই অঞ্চলের বাসিন্দারা ভীষণভাবে আপ্লুত। ওবায়দুল কাদের সকালে যখন ধানমন্ডি ৩/এ তে ঢুকছিলেন, তখন তারা নোয়াখালীর নাম উল্লেখ করে স্লোগান দেয়।

এসব স্লোগান না দিতে নেতা-কর্মীদেরকে অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এখানে যখন ঢুকছিলাম, আঞ্চলিক কিছু স্লোগান হচ্ছিল। এসব আমাকে কষ্ট দেয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি কোনো অঞ্চলের নই। আমার নেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছেন সুনামগঞ্জ থেকে সুন্দরগঞ্জ, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিস্তৃত বাংলাদেশে। গোটা বাংলাদেশের যে বিশাল দায়িত্ব দিয়েছেন। এটা সুবিশাল দায়িত্ব। এটা কোনো রিজিওনালিজম নাই। আমার কনস্টিটিউয়েন্সি আছে একটা, কিন্তু আমার পার্টি গোটা দেশেই।’

‘এখানে আমি নিরপেক্ষভাবে যদি দায়িত্ব পালন করতে না পারি, তাহলে নেত্রী আমাকে যে আস্থা দিয়েছেন, সেই আস্থার মর্যাদা থাকবে না’- বলেন ওবায়দুল কাদের।

আচরণ পাল্টাতে হবে

আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে নেতা-কর্মীদেরকে মানুষের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেতা কর্মীদেরকে জনগণের সঙ্গে আচার আচরণ আরও ভালো করতে হবে। আমরা জানি ১০টা বড় উন্নয়ন ও অর্জনকে দুইটি খারাপ আচরণ ম্লান করে দিতে পারে। এটা মনে রেখে আমাদের আচরণে উন্নয়নে সবচেয়ে সেরা দলে পরিণত হতে হবে।’

ওবায়দুল কাদেরের কাছে চমকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে কত কিছু সাংবাদিক ভাইরা লিখেছেন। চমকটা হলো সৈয়দ আশরাফুলই আমার নাম প্রস্তাব করেন। এটাই চমক। এটাই শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক।’



এ পাতার আরও খবর

গৃহযুদ্ধের পরিকল্পনার’ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা গৃহযুদ্ধের পরিকল্পনার’ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা মামলার তালিকা প্রকাশ সাইবার ট্রাইব্যুনালের প্রত্যাহার করা মামলার তালিকা প্রকাশ
ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ কারখানা, বোনাস ৭২৩টি ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ কারখানা, বোনাস ৭২৩টি
মদের বোতল হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রী, ভিডিও ভাইরাল মদের বোতল হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রী, ভিডিও ভাইরাল
ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
চট্টগ্রামের ইপিজেড এলাকায় চাঁদাবাজ  দুই সমন্বয়ক গ্রেফতার চট্টগ্রামের ইপিজেড এলাকায় চাঁদাবাজ দুই সমন্বয়ক গ্রেফতার
কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে
গণপূর্তের মাফিয়া ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু গণপূর্তের মাফিয়া ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু
গণপূর্তের দুর্নীতির বরপুত্র হত্যা মামলার আসামী সাইফুজ্জামান চুন্নু এখনো বহাল তবিয়তে গণপূর্তের দুর্নীতির বরপুত্র হত্যা মামলার আসামী সাইফুজ্জামান চুন্নু এখনো বহাল তবিয়তে
পাকিস্তানেও একাধিকবার নিষিদ্ধ হয়েছিল জামায়াত পাকিস্তানেও একাধিকবার নিষিদ্ধ হয়েছিল জামায়াত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)