শিরোনাম:
ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোল সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোল সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।
২৩৮ বার পঠিত
শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।

---

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে নতুন টার্মিনালের প্রাচীরের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বুধবার বিকালে ওই লাশের সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, বুধবার বিকালে ভারতের পেট্রাপোল নতুন টার্মিনালের প্রাচীরের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে কৃষকরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেন। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন লাশ সনাক্তের জন্য। কিন্তু এ সময় লাশের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয়দের ধারণা উদ্ধার হওয়া লাশটি একজন ভারতীয়। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হতে পারে। বিএসএফ সদস্যরা তাকে নির্যাতনের পর হত্যা করে মৃতদেহটি ভারতের পেট্রাপোল সীমান্তের নতুন টার্মিনালের মধ্য থেকে তার কাটার উপর দিয়ে  ফেলে দেয়। এ সময় তার শরীরে থাকা শার্টটি তারকাটার সাথে জড়িয়ে যায় এবং লাশটি নিচে পড়ে যায়।ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল কম থাকায়  মৃতদেহটি মানুষের চোখে পড়েনি।

বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার গিয়াসউদ্দিন জানান, ভারতের টার্মিনালের মধ্যে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে। হত্যার পর টার্মিনালের প্রাচীর ও তারকাটার উপর দিয়ে ফেলে দেয়। লাশটি যেহেতু ভারত সীমান্তে সেহেতু লাশটি ভারতীয় পুলিশ নিয়ে যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)