বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ৩১ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ৩১ জানুয়ারি
জাবি প্রতিবেদক: নতুন বছর ২০১৫ সালের ৩১ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি হয়েছে। জানা যায়, ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে সমাবর্তনে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করতে হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশান অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতেও এসব তথ্য জানানো হয়েছে।
স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এম ফিল ও পিএইচডি ডিগ্রির ফলাফল প্রকাশিত না হওয়ায় ২০১০ সালের সমাবর্তনে যে সকল বিভাগের নাম অন্তর্ভুক্ত করা হয়নি এবং এখন পর্যন্ত যে সকল বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশিত হবে শুধুমাত্র তারাই এই সমাবর্তনে অংশ গ্রহন করতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদন ফরম রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখা এবং অগ্রণী ব্যাংক, জাতীয় জাদুঘর শাখা, শাহবাগ থেকে পাওয়া যাবে।
রেজিস্ট্রেশনের ফরম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে।২০১২ সালে যে সকল গ্রাজ্যুয়েট সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। বিস্তারিত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ( িি.িলঁহরা.বফঁ) পাওয়া যাবে।