বুধবার, ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিশ্ব শাসনের চাবি উঠছে ট্রাম্পের হাতেই!
বিশ্ব শাসনের চাবি উঠছে ট্রাম্পের হাতেই!
পক্ষকাল ডেস্কঃ
শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ফলাফলের। আর কিছুক্ষনের মধ্যেই আসবে চুড়ান্ত ফলাফল। এই নির্বাচন নিয়ে সারা বিশ্বের মতো বাঙালীদের চোখেও যেন ঘুম নেই। সবাই কষছে শেষ মূহুর্তের হিসাব নিকাশ। কার পা এবার পড়বে হোয়াইট হাউজে? এমন প্রশ্ন সবার মনে। আগে থেকে ধারনা ছিলো হিলারিই হবেন পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু সবার এই ধারণাকে উল্টে দিয়ে ট্রাম্পই বসছেন বিশ্ব শাসকের আসনে। বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট হিসেবে হয়তো একটু পরেই ঘোষনা দেয়া হবে ট্রাম্পের নাম।
নির্বাচনে জয়ের জন্য যে ২৭০ ইলেকট্রোরাল ভোট প্রয়োজন তার থেকে মাত্র ১৬ ভোট দূরে আছেন ট্রাম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প জিতেছেন ২৫৪ টি ইলেকট্রোরাল ভোট আর তার থেকে ৩৯ ভোট পিছিয়ে আছেন হিলারি। অর্থাৎ হিলারির দখলে এখন পর্যন্ত আছে ২১৫টি ইলেকট্রোরাল ভোট। এখন মোটামুটি এটা নিশ্চিত যে হোয়াইট হাউজে এবার প্রেসিডেন্ট হিসেবে পা রাখছেন ট্রাম্প।
বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভোটের ব্যবধানে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। এবং বাকি অঙ্গরাজ্যগুলোর ইলেকট্রোরাল ভোটও অনেকটাই ট্রাম্পের পক্ষে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও যেহেতু অনেকগুলো ফলাফল বাকি তাই কিছুই বলা যাচ্ছে না।
প্রিয় পাঠক, আমাদের সঙ্গেই থাকুন। আমরা সময় সময়ে জানিয়ে দেব ভোটের আপডেট।