বুধবার, ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ফলাফল ঘোষণা শুরু, এগিয়ে আছেন ট্রাম্প
ফলাফল ঘোষণা শুরু, এগিয়ে আছেন ট্রাম্প
পক্ষকাল ডেস্কঃ
আলোচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। এখন চলছে গণনা। আর কিছুক্ষণ পরই জানা যাবে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
এ পর্যন্ত ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে পাওয়া খবরে হিলারি পেয়েছেন ২১৫ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প এগিয়ে আছেন ২৪৭টি ইলেকটোরাল ভোট পেয়ে।
এদিকে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভোট গ্রহণ শেষ, চলছেন গণনা ২৫ রাজ্যের প্রাথমিক ফলাফলে ১৫ রাজ্যে ট্রাম্প এবং ১০ রাজ্যে হিলারি জয়ী হয়েছেন।
প্রাথমিক ফলাফলের শুরুতেই লাড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ২৭০টি পেতে হবে।
এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী হলেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে ৫৩৮ ইলেক্টোরাল ভোটসহ ৫০টি রাজ্য। এর মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫ জন ও সিনেট সদস্য ১০০ জন। এ নিয়ে মোট ৫৩৫ জন। এছাড়া বিশেষ মর্যাদায় তিনটি ইলেক্টোরাল কলেজ ভোট দেয়ার ক্ষমতা রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির। সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য, যার অর্ধেক ২৬৯।
বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৫৪ শতাংশ ভোটার।