শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আইভীর পক্ষে ঝাঁপিয়ে পড়ার আহ্বান : শামীম ওসমান
আইভীর পক্ষে ঝাঁপিয়ে পড়ার আহ্বান : শামীম ওসমান
পক্ষকাল প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সংসদ সদস্য শামীম ওসমান।
আজ শুক্রবার বেলা ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এই আহ্বান জানান।
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, যেহেতু তিনি একজন সংসদ সদস্য তাই সিটি করপোরেশন এলাকার বাইরে সংবাদ সম্মেলন করছেন। সিটি করপোরেশন নির্বাচনে তিনি দলীয় মেয়র প্রার্থী আইভীর পাশে আছেন। আইভীকে জয়ী করতে তিনি সবার কাছে দোয়া চান এবং আগামী কাল সকাল থেকে দলের সব নেতাকর্মী নির্বাচনে আইভীর পক্ষে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
অতীতের চেয়ে সুষ্ঠু হবে নাসিক নির্বাচন
শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের প্রশ্ন আসলেই আমি দেখেছি কেউ কেউ সন্ত্রাসের শহর বানাতে চান। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নারায়ণগঞ্জের মতো শান্তিপ্রিয় জায়গা কোথাও নাই। কারণ এই নারায়ণগঞ্জের অপরাধ ছিল, আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। আমরা তো ক্ষমতায় এসেছি। আমরা তো কাউকে একটা ফুলের টোকা দেই নাই।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে চাই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন, আমরা আপনাদের পরিষ্কারভাবে আশ্বস্ত করতে চাই, নারায়ণগঞ্জের নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়েও সুষ্ঠু, সুন্দর এবং আনন্দময় নির্বাচন হবে। এবং এই নির্বাচনে জয়লাভ আমাদের হবে, আমাদের এই বিশ্বাস আছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা প্রতিটা সেন্টারে থাকবেন এবং দেখবেন আমাদের দলের পক্ষ থেকে কোথাও কোনো হতাশ হবেন না এবং কষ্ট পাবেন না।’
প্রয়োজনে পদত্যাগ করবেন শামীম ওসমান
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘আমি শামীম ওসমান নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। আমি তাও বলতে চাই, আমার ছোট বোন আইভী যদি মনে করে, ভাইয়া আপনাকে আমার পাশে দরকার আছে এবং আমার নেত্রী যদি নির্দেশ দেন আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগামীকাল সকালে পার্লামেন্ট থেকে পদত্যাগ করে আমার ছোট বোনের সাথে প্রতিটা ঘরে ঘরে যাব। আর যদি এই সুযোগ না থাকে, যদি এই সুযোগ আমার নেত্রী আমাকে না দেন, আমি পৌরসভার (সিটি করপোরেশন হবে) বাইরে বসে আমার নির্বাচনী কাজ করার অঙ্গীকার আছে। নির্বাচনের বিধিতে কোথাও এটা বিধান নাই যে আমি বাইরে বসে কথা বলতে পারব না।’
ওয়ান মাস্টার ডগ শামীম ওসমান
শামীম ওসমান বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করব। কথা শুনতে হয়তো খারাপ লাগবে আমরা যারা ৭৫-এর পর জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু ওয়ান মাস্টার ডগ। আমাদের নেত্রী একটাই শেখ হাসিনা। ওনার কাছে যে ভালোবাসা, স্নেহ আমরা পেয়েছি, ওনার জন্য যেকোনো ত্যাগ, যেকোনো তিতিক্ষা, যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে পারি।’
নৌকার জয়লাভ অবশ্যই হবে
শামীম ওসমান বলেন, ‘এখন আমার মন চায় আনোয়ার ভাই যাচ্ছেন, খোকন সাহা যাচ্ছেন, বাদল ভাই যাচ্ছেন সব নেতারা যাচ্ছেন আমার ছোট বোনের সাথে গিয়ে কাজ করতে। আগামী কাল থেকে আরো ব্যাপকভাবে যাবে। আইভীর কী কাজ করবে আমার দেখার দরকার নাই। নারায়ণগঞ্জের প্রতিটা অলিতে-গলিতে আগামী কাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পায়ে হাত দিয়ে তাদের কাছে জননেত্রী শেখ হাসিনার নৌকার জন্য ভোট চাবে। এবং সেই নৌকা ইনশাল্লাহ, আমার বিশ্বাস নৌকার জয়লাভ অবশ্যই হবে।’ তিনি বলেন, ‘আমি আমার ছোট বোন আইভীর পাশে আছি। আওয়ামী লীগের পরিবার এক ছিল, সবাই এক আছে এবং সবাই এক থাকবে।’
শামীম ওসমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষ একবেলা কম খেয়ে থাকতে ভালোবাসে। কিন্তু মানুষ চায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত একটা এলাকায় বসবাস করতে।’
বিএনপিকে প্রতীক বদলানোর পরামর্শ
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য শামীম ওসমান বিএনপিকে তাদের দলীয় প্রতীক ধানের শীষ বদলানোর পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিএনপির প্রার্থীদের বলতে চাই, ধানের শীষ প্রতীক আপনাদের আর রাখা উচিত না। আপনারা প্রতীক বদলান। কারণ আপনারা যখন ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় এসেছিলেন, তখন এই বাংলাদেশের কৃষক ধান চাষের সারের জন্য মরেছে।’