শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » নিরপেক্ষ ইসির অধীনেই জাতীয় নির্বাচনে যাবে বিএনপি
নিরপেক্ষ ইসির অধীনেই জাতীয় নির্বাচনে যাবে বিএনপি
ডেস্ক
নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ শনিবার দুপুর ১২টায় ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর মোড়ে অবস্থিত একটি হোটেলে আয়োজিত এক নাগরিক সংলাপে এ কথা বলেন শামা ওবায়েদ।
নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন শীর্ষক ওই নাগরিক সংলাপের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ডা. আলী আকবর হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘আমরা সব লোকাল নির্বাচনে অংশ নিয়েছি। সামনে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হলেই আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনের সময়ে কী ধরনের সরকার থাকবে তা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অতি শিগগিরই রূপরেখা ঘোষণা করবেন জাতির উদ্দেশে। তার পরই সারা দেশে যদি অনুকূল পরিবেশ থাকে এবং জনগণ যদি ভোট দেওয়ার অবস্থা দেখে তাহলেই বিএনপি নির্বাচনে যাবে।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ বি এম সাত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদারেস আলী ইসা, ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি আসাদুর রহমান খান মিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট চিকিৎসক ডা. ফারুকুজ্জামান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়া, অধ্যাপক শওকত আলী প্রমুখ। সংলাপে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।