জয়ললিতার শোকে নিহত বেড়ে ২৮০
পক্ষকাল ডেস্ক ঃতামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে শনিবার এক বিবৃতিতে নিহতদের ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে। ৫ ডিসেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ললিতার মৃত্যুর পর রাজ্যজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
চেন্নাই, ভেল্লোর, তিরুভেল্লোর, তিরুভান্নামালাই, কাদ্দালোর, কৃষ্ণগিরি, ইরোদ ও ত্রিপুর জেলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে নিহত ২০৩ জনের পরিচয় প্রকাশ করেছে এআইএডিএমকে।
মুখ্যমন্ত্রীর ভক্তদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে; নিহতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে দলটি। এর আগে জয়ললিতার অসুস্থ ও পরে মৃত্যুর সংবাদে রাজ্যে অন্তত ৭৭ জনের প্রাণহানির তথ্য জানিয়েছিল এআইএডিএমকে। তবে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ২৮০ জনে দাঁড়িয়েছে।
২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেত্রী জয়ললিতা ৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হন। এর পরদিন রাজ্যের তুমুল জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী মারা যান।