ভারতে এবার জাপানি পর্যটক ধর্ষণের শিকার
পক্ষকাল ডেস্ক
ভারতের উত্তরাঞ্চলীয় নগরী জয়পুরে জাপানের এক নারী পর্যটককে ধর্ষণ করেছে এক গাইড। সোমবার ওই নারী পুলিশের কাছে এ অভিযোগ করেছেন। খবর বাসসের।
বাসস বার্তা সংস্থা এএফপিকে বরাত দিয়ে জানায়, রোববার বিকেলে ২০ বছর বয়সী ওই নারীকে একজন গাইড তার মোটরবাইকে করে জয়পুরের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানোর কথা বলে একটি বিচ্ছিন্ন ও নির্জন স্থানে নিয়ে যায়। এর পর তাকে ধর্ষণ করে।
জয়পুর এলাকার পুলিশের মহাপরিদর্শক ধরম চাঁদ জৈন এএফপিকে বলেন, ‘রোববার জাপানের এক নারী পর্যটককে স্থানীয় এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন।’ তিনি আরো বলেন, ‘ধর্ষণকারী সন্ধ্যায় ওই নারীকে তার হোটেলে নামিয়ে দেওয়ার কথা বলে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে তিনি অভিযোগ করেছেন।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পর্যটক অভিযোগ করেন যে তাঁকে কিছু খাবার খেতে দেওয়া হয়। ওই খাবারে মাদক মেশানো থাকতে পারে।’ এ নিয়ে দেশটিতে ছয়টি ধর্ষণের ঘটনা ঘটল। এই ঘটনাগুলো ভারতে নারীদের ওপর সহিংসতার মাত্রা বৃদ্ধির বিষয়টিই তুলে ধরেছে।
গত মাসে ২২ বছর বয়সী এক জাপানি নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে কলকাতার ছয় ব্যক্তি অভিযুক্ত হয়।
ওই যুবতীকে এক মাস জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিহার রাজ্যের বুদ্ধ গয়া মন্দির পরিদর্শনের পর তাঁকে অপহরণ করা হয়।
২০১২ সালের ডিসেম্বরে নয়াদিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের পর নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে ভারত যে পদক্ষেপ নিচ্ছে, তার ওপর অনেকেই চোখ রাখছে।
পশ্চিমা দেশের নারীদের বিরুদ্ধে ভারতে ধর্ষণের ঘটনাগুলো গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু স্থানীয় নারীদের ওপর এ ধরনের সহিংসতার সামান্যই দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে।