মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত
মুন্সীগঞ্জ ঃ বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত ।
, দিবসটি উপলক্ষে রোববার সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কাউন্সিল কার্যালয় থেকে একটি বণার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানের দাওয়াত না পেয়েও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস তার অনুসারিদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতৃকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন কওে অনুষ্ঠানস্থলত্যাগ করেন। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনটির বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সংসদ কার্যালয়ের সামনের সড়কে দিবসটি তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এম এ হান্নান। মূখ্য আলোচনা করেন কথা-সাহিত্যিক ও সম্পাদক ইমদাদুল হক মিলন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আনিছুজ্জামান আনিছের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা,যুদ্ধকালীন ৩ থানার কমান্ডার মোহাম্মদ হোসেন বাবুল,জেলা সিভিল সার্জন মো.শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহজেলার ৬ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার।