বড়াইগ্রামে পিক আপ খাদে পড়ে ১ সেনা সদস্য নিহত
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি পিক-আপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়লে তিন সেনা সদস্য মারাতœক আহত হয়। পরে আহতদের নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সামরিক হাসপাতালে হাসপাতালে নেয়ার পর সেখানে জিয়াউর রহমান নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়। নিহত সেনা সদস্যদের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি সেনানিবাসে কর্পোরাল পদে দায়িত্ব পালন করছিলেন। আহত অন্য সেনা সদস্য প্রশান্ত কুমার ও দাউদ আহম্মেদকে কাদিরাবাদ থেকে বগুড়া সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন জানান, শীতকালীন সামরিক মহড়ায় অংশ নেয়ার জন্য সকালে বগুড়া সেনানিবাস থেকে সিগন্যাল কোরের সদস্যরা কয়েকটি পিক-আপ যোগে পাবনার পাক্শির দিকে যাচ্ছিলেন। পথে রাজাপুর এলাকায় একটি পিক-আপের চাকা ফেটে গেলে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।