সূচক বেড়েছে উভয় পুঁজিবাজারে
পক্ষকাল প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৪১ পয়েন্টে।
এ দিন লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির। লেনদেন হয়েছে ২২৭ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন যার পরিমান ছিল ২৬৫ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকার।
এ দিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। এ কোম্পানির ১২ লাখ ২৭ হাজার ৮২১টি শেয়ার ১৫ কোটি ৯১ লাখ ২১ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৬৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির। লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।