শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
পখকাল সংবাদ
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতির গৌরব আর অহংকারের এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে ঢল নামবে লাখো মানুষের। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের সব কাজ।বিজয় দিবসে লাখো মানুষের ভলেবাসা আর শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদী। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার পাশাপাশি বিজয়ের গৌরব উদযাপনে গোটা জাতি অধীর অপেক্ষায়।
প্রতিবারের মতো এবারও পরিস্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শেষ হয়েছে ধোয়া-মোছার কাজ। আকিয়েরা রং তুলির আঁচড়ে রাঙ্গিয়ে তুলছেন বিভিন্ন স্থাপনা। লেকের পানি বদলে নতুন পানি দেয়া হয়েছে। বিভিন্ন জাতের ফুল গাছে সাজানো হয়েছে পুরো প্রাঙ্গণ। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশও সাজানো হয়েছে।
প্রস্তুতি হিসেবে গার্ড অব অনারের মহড়াও শেষ হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনতার শ্রদ্ধা ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রাখা হয়েছে পুরো এলাকা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর আগপর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া আছে।