যাত্রাদলে মোশাররফ করিম
পক্ষকাল ডেস্ক: ভাদুগড় গ্রামের আফসারকে সবাই শিল্পী আফসার বলে ডাকে। ছোটবেলা থেকেই তার খুব শখ সে শিল্পী হবে। গ্রামের আনোয়ার সাহেবের মেয়ে লাইজু বিদেশ থেকে আসে।
সে তার বিবাহ বার্ষিকী উপলক্ষে গ্রামবাসীর জন্য ভোজের আয়োজন করে। পাশাপাশি রাতে বিখ্যাত ‘টাপুর টুপুর অপেরা’র যাত্রা পরিবেশন হবে। আফসার একথা শুনে মহা খুশী হয়ে জানায় সে এই যাত্রা দলের দেখাশুনা করবে।
কিন্তু একদিন পরই জানা যায় যে, যাত্রা দলের নায়ক আসছে না। এই সুযোগে আফসার তাকে একটা চান্স দেয়ার জন্য অনুরোধ করে। প্রথমে দলের লোকজন রাজি না হলেও শেষে যাত্রা দলের নায়িকা মুক্তাবানু রাজি হয়। আফসারকে অভিনয় শেখাতে গিয়ে মুক্তাবানু কখনও রেগে যায়, কখনও হাসতে হাসতে লুটোপুটি। অনুষ্ঠানের দিন আফসারকে কোথাও খুঁজে পাওয়া যায়না।এমনই নাটক ‘টাপুর টুপুর অপেরা’য় আফসারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে আরও অভিনয় করেছেন তিশা, আল মনসুর, হাসিন রওশন প্রমূখ।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত নয়টা ৫০ মিনিটে এনটিভিতে।