মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাবে ওয়ার্কার্স পার্টির ১১ সদস্য
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাবে ওয়ার্কার্স পার্টির ১১ সদস্য
পক্ষকাল ডেস্ক : নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে।
সোমবার ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করবেন।
পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠনে পার্টির প্রস্তাবনা রাষ্ট্রপতির বিবেচনার জন্য উপস্থাপন করবেন।
সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের সদস্যরা হলেন- রাশেদ খান মেনন এমপি, ফজলে হোসেন বাদশা এমপি, বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা এমপি, ইকবাল কবির জাহিদ, কামরুল আহসান, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি।