সমাবেশের অনুমতি এখনো পায়নি বিএনপি
পক্ষকাল সংবাদ : আগামীকাল শনিবারের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাক্ষাত পায়নি বিএনপি। আজ শুক্রবার দুপুর বারোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ডিএমপি কার্যালয়ে দেখা করতে যান। কিন্তু তারা কমিশনারের সাক্ষাৎ না পেয়ে সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার কাছে কালকের সমাবেশের ব্যাপারে অবহিত করেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তবে সমাবেশের অনুমতির ব্যাপারে এখনো পুলিশ তাদের কিছুই জানায়নি।উল্লেখ্য, ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বিএনপি গতকাল সারাদেশে কালো পতাকা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। কিন্তু সমাবেশ করার ব্যাপারে পুলিশের অনুমতি এখনো পায়নি।
আজ সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার এক চোখা নীতিতে চলছে। আওয়ামী লীগ কোনো অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি করতে গেলেই যত সমস্যা তৈরি করে। তিনি বলেন, আপনারা জানেন-৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ঘোষিত সমাবেশ সফল করতে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকালের সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত বিভাগসহ পুলিশ প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমাবেশের অনুমতি মেলেনি। সরকারী দল ঢাক-ঢোল পিটিয়ে সভা-সমাবেশ করলেও বিরোধী দলের বেলায় যত বিপত্তি। মূলত সরকার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে একদলীয় দেশে পরিণত করেছে।
রিজভী আরো বলেন, বিএনপির মতো দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের যেকোনো অনুষ্ঠান সার্বিকভাবে সফল করতে হলে কমপক্ষে দু’তিন আগে থেকে প্রস্তুতি গ্রহণের প্রয়োজন হয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে, বড় কোনো সভা-সমাবেশ অনুষ্ঠানের ক্ষেত্রে মাত্র কয়েক ঘণ্টা আগে সরকারের অনুমতি পাওয়ার নজীর আছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে আবারো সরকারের নিকট আহবান জানাচ্ছি এই মুহূর্তে বিএনপি’র সমাবেশের অনুমতি দেয়া হোক।