রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী
পক্ষকাল সংবাদ অভ্যন্তরীণ বা বাইরের যেকোনও হুমকি মোকাবিলায় সেনাবাহনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।’ শনিবার নোয়াখালীর স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) এলাকায় ম্যানুভার অনুশীলন মহড়া পরিদর্শন অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সেনা সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্য পরায়ণতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলা বজায় রেখে কর্তব্য সম্পাদনে একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে গড়ে ওঠা স্বর্ণদ্বীপ-এ-১১ পদাতিক ডিভিশনের রণকৌশল অনুশীলনের মহড়া দেখে আমি অভিভূত। প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহার দেখে আনন্দিত। আমি নিশ্চিত যে, এ প্রশিক্ষণ এলাকা সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এ মহড়া সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের মহড়ায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সংযোজিত ট্যাংক, এপিসি, সেল্ফ প্রোপেল্ড, আর্টিলারি গান, রাডার ভেহিকেল ট্যাংক বিধ্বংসী মিসাইলের ব্যবহার, মেইনটেন্যান্স ও অন্য সব কোরের পেশাদারিত্ব ও সেনাবাহিনীর সার্বিক সক্ষমতায় আমি পূর্ণ আশ্বস্ত।’ তিনি বলেন, ‘সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত এ মহড়া সেনাবাহিনীর প্রতি আমার আস্থা আরও সুদৃঢ় করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সম্পদ, দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারিত্বের গুণগত মান ও উন্নয়ন অর্জনের জন্য সেনাবাহিনীর সব সদস্যকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে।’
জাহাইজ্জার চর একসময় জলদস্যু, বনদস্যু ও ভূমিদস্যুদের আস্তানা ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমের ফলে এ এলাকা দস্যুমুক্ত হয়ে আজকের এ প্রশিক্ষণ এলাকা তৈরি হয়েছে। ‘
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, বিমান ও নৌবাহিনীর প্রধান, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম খায়রুল আনম চৌধুরী সেলিম, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, আলহাজ মোর্শেদ আলম, এইচএম ইব্রাহীম, মামুনুর রশিদ কিরণ, আয়েশা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য মো. আলী প্রমুখ।