বিশ্ব ইজতেমার মুসল্লিদের জন্য পুলিশের পরামর্শ
পক্ষকাল সংবাদ ঃরবিবার সন্ধ্যায় এক বার্তায় পরামর্শগুলো দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স ইজতেমা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মুসল্লিদের কয়েকটি বিষয় মেনে চলার অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।আগামী ১৩, ১৫ ও ২০ থেকে ২২ জানুয়ারি দুই পর্বে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
১. ইজতেমাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন এবং প্রয়োজনে সহযোগিতা নেবেন। নির্ধারিত খিত্তায় অবস্থান করবেন এবং অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তি এবং কোনো পোটলা, ব্যাগ বা সন্দেহজনক বস্তুর উপস্থিতি দেখামাত্র তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানাবেন।২. টাকা ও মূল্যবান সামগ্রীসহ একাকি ঘোরাফেরা করবেন না এবং সবসময় টাকা ও মূল্যবান সামগ্রী নিজ হেফাজতে রাখবেন। হকার ও ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের কাছ থেকে খাদ্য বা পানীয় গ্রহণে অজ্ঞান পার্টির কবলে পড়ার ঝুঁকি সৃষ্টি হতে পারে। স্থায়ী দোকানের খাবার আপনাকে বিপদমুক্ত রাখবে। টাকা ও মূল্যবান সামগ্রী চুরি বা খোয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করবেন।
৩. মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ইজতেমা চলাকালে প্রধান সড়কসমূহ ও পার্শ্ববর্তী এলাকায় তাঁবু খাটাবেন না কিংবা অন্য কোনোভাবে সড়ক ও পার্শ্ববর্তী এলাকা ব্যবহার করবেন না। অসুস্থ হলে ইজতেমার জন্য নির্ধারিত অস্থায়ী হাসপাতাল ও নিকটবর্তী হাসপাতাল, স্বাস্থ্যসেবাকর্মী বা প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা গ্রহণ করবেন।
৪. গুজব শুনলে বা কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে ধৈর্য ধরে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করবেন। ট্রেনে নাশকতা সম্পর্কে তথ্য জানতে পারলে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানা/আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করবেন। রান্না করার সময় আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক থাকবেন। খিত্তা এলাকায় বা নিজেদের অবস্থানস্থলে ধূমপান করবেন না। খিত্তায় সব সময় পানি মজুদ রাখুন।
এছাড়া জরুরি প্রয়োজনে অফিসার ইনচার্জ, উত্তরা পূর্ব থানা- ০১৭১৩৩৭৩১৬১, ০২-৫৮৯৫৪১২৬, অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা- ০১৭৬৯০৫৮০৬৫,০২-৮৯৯১৩১৫, অফিসার ইনচার্জ, তুরাগ থানা- ০১৭১৩৩৭৩১৬৩, ০২-৮৯৮১২৪৭, অপারেশন্স কন্ট্রোল রুম, র্যাব-০১৭৭৭৭২০০২৯, ০২-৭৯১৩১১৭, অফিসার ইনচার্জ, টঙ্গী মডেল থানা- ০১৭১৩৩৭৩৩৬৪, ০২-৯৮১১১০৮, অফিসার ইনচার্জ, আশুলিয়া থানা- ০১৭১৩৩৭৩৩৩২, ০২-৭৭৮৯৯০০, সিনিয়র সহকারী পুলিশ সুপার, হাইওয়ে গাজীপুর- ০১৭৩৩২৩১৯০২, ০১৭১১৫৪৯৯৪৬, রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুম- ০১৭৭৭৩৮৯৮০৭ নম্বরে যোগাযোগ করুন।