রবিবার, ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতিকে ৯ দফা প্রস্তাব ড. কামালের
রাষ্ট্রপতিকে ৯ দফা প্রস্তাব ড. কামালের
পক্ষকাল সংবাদ : নির্বাহী বিভাগের প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ৯ দফা প্রস্তাব দিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। রোববার বিকেলে বঙ্গভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ড. কামাল হোসেন। এ সময় তিনি ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।ড. কামাল বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ক্ষমতা সংবলিত একটি নির্বাচন কমিশন প্রণয়ানের দাবি জানিয়েছি। যে কমিশন হবে নির্বাহী বিভাগের প্রভাব ও হস্তক্ষেপমুক্ত।
স্বাধীন, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন। আমরা বর্তমান নির্বাচনী ব্যবস্থারও সংস্কারে রাষ্ট্রপতিকে আনুরোধ জানিয়েছি। বেলা ৩টা ৫০ মিনিটে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করে। বিকেল ৫টার দিকে তারা বঙ্গভবন থেকে বের হন।
প্রতিনিধি দলে ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদ সদস্য তোবারক হোসেন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্ল্যা, সগীর আনোয়ার, মোশতাক আহমেদ, অধ্যাপক বিলকিস বানু, মহিউদ্দিন কাদের, মফিজুল ইসলাম খান কামাল, এস এম আলতাফ হোসেন, শান্তিপদ ঘোষ এবং নৃপেণ ঘোষ।