মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি যুব মহিলা লীগের শ্রদ্ধা
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি যুব মহিলা লীগের শ্রদ্ধা
শাফিকুল ইসলাম কাজল আজ সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দিদশা থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন । দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সকাল ৭টার পর সরকার প্রধান হিসাবে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে দলীয় সভাপতি হিসাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ নাজমা আকতার এবং অপু উকিল নেতৃতে ,কোহিলি কুদ্দুস মুক্তি ,বিনা ,নিলুফা ইয়াসমিন ,চায়না ,আসমা ,রাবেয়া শহিদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।