মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » পালিয়ে পালিয়ে বেড়ান, ব্যাপারটা কী?
পালিয়ে পালিয়ে বেড়ান, ব্যাপারটা কী?
পক্ষকাল প্রতিবেদক ১০ জানুয়ারি- বিএনপি নেত্রী খালেদা জিয়া মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ আয়োজিত সভায় বক্তৃতা করতে গিয়ে বিএনপি নেত্রী ব্মে খালেদা জিয়া ও তার দলের বিভিন্ন বিতর্কিত কর্মসূচির জন্য তীব্র সমালোচনা করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
খালেদা জিয়ার কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, “এতিমের জন্য টাকা এসেছিল, মেরে খেয়েছেন। মামলা হয়েছে, আদালতে হাজিরা দিতে যান। একদিন যান তো,দশ দিন যান না। মামলার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়ান। ব্যাপারটা কী?
তিনি বলেন, “যারা এতিমের টাকা মেরে খায়, তাদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে বা গণতন্ত্র শিখতে হবে, এটা বাংলাদেশের জনগণ কোন দিন হতে দেবে না। বরং দেশের জনগণ বিচার বসিয়ে, গণআদালতের মাধ্যমে আপনারদের বিচার করবে, সে দিন আর বেশি দূরে নয়।”
খালেদার মুখে গণতন্ত্র সুরক্ষার কথা মানায় না বলে অভিযোগও করেন শেখ হাসিনা। তিনি বলেন, “যারা সন্ত্রাসী, জঙ্গি ও জঙ্গিবাদকে লালন করে, উসকে দেয়, তাদের মুখে গণতন্ত্র সুরক্ষার কথা মানায় না।”
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে, স্বস্তিতে আছে। দেশে মানুষ সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু যখনই মানুষ শান্তিতে থাকে তার গায়ে জ্বালা ধরে। এটাই চরম দুর্ভাগ্যের ব্যাপার।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিই না। দেশ থেকে কিভাবে জঙ্গিবাদ নির্মূল করা যাবে সেজন্য মসজিদের ইমাম, শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে। যারা মনে করছে বোমা ফাটিয়ে মারা গেলেই জান্নাতে যাবে, তারা আসলে জাহান্নামে যাবে। ইসলামে আত্মহত্যা করা মহাপাপ। আল্লাহ আপনাদের বিচার করবেন।”
ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ইসলাম শান্তির ধর্ম। এখানে আল্লাহর নামে মানুষ হত্যার কোন জায়গা নেই। ভালো, মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহর হাতে। শেষ বিচারের দিন সব ব্যাপারে বিচার করবেন তিনি।”