বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » মিরপুরে জাসদ অফিস ও জাসদের চেয়ারম্যানের বাসায় অগ্নি সংযোগের প্রতিবাদ
মিরপুরে জাসদ অফিস ও জাসদের চেয়ারম্যানের বাসায় অগ্নি সংযোগের প্রতিবাদ
পক্ষকাল সংবাদ ঃজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে, আজ বুধবার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় জাসদ মিরপুর উপজেলা শাখার কার্যালয়ে এবং জাসদ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমানের বাসায় অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন। তারা অভিযোগ করে বলেছেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী লীগে নব্য যোগদানকারী একদল দুসকৃতিকারী অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। তারা বলেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ও মহাজোট জঙ্গীবাদ মোকাবেলা করে দেশকে শান্তি ও উন্নয়নের পথে পরিচালিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে তখন মিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ চিহিৃত দুস্কতিকারীদের সংগঠিত করে লুটপাট ও দখলবাজীসহ অপরাধমূলক কাজ করে চলেছে। স্থানীয় জনগণ ও জাসদের নেতাকর্মীরা লুটপাট ও দখলবাজীর ঘটনার প্রতিবাদ করায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দুস্কতিকারীদের সংগঠিত করে জাসদ কার্যালয়ে ও জাসদ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসায় অগ্নি সংযোগ করেছে। তারা বলেন, আওয়ামী লীগ নামধারী এ লুটেরারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ম্লান করতেই এসব অপকর্ম ঘটিয়েই চলেছে। তারা এ ব্যাপারে অবিলম্বে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা সকল উষ্কানীর মুখেও জাসদকর্মী ও মিরপুরের জনগণকে শান্ত থাকা ও আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান।