বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি সাথে আওয়ামী লীগের বৈঠক
নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি সাথে আওয়ামী লীগের বৈঠক
পক্ষকাল সংবাদ ; বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশন পুর্নগঠনের বিষয় নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আজ বৈঠক করেছে।রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণে রাষ্ট্রপতির উদ্যোগের জবাবে আওয়ামী লীগ এই আলোচনায় অংশ নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বিকেল ৪টায় প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করে। রাষ্ট্রপতি তাদের স্বাগত জানান।
সর্বশেষ দল হিসেবে আজ আওয়ামী লীগ রাষ্ট্রপতির সাথে বৈঠকে বসে। বৈঠক চলে বিকেল ৪টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩৫ মিনিট পর্যন্ত।
বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘রাষ্ট্রপতির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে’। রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগের উপস্থাপিত প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।
এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতি বৈঠক করেছেন।