বঙ্গভবনে সার্চ কমিটি
পক্ষকাল সংবাদ : সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সুপারিশ জমা দিতে বঙ্গভবনে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি বঙ্গভবনে প্রবেশ করে।
রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির প্রতিনিধি দলে আরও রয়েছেন সার্চ কমিটির সদস্য ওবায়দুল হাসান, মোহাম্মদ সাদিক, মাসুদ আহমেদ, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও শিরীণ আখতার।
এর আগে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করে সার্চ কমিটি।
উল্লেখ্য, ২০১২ সালেও বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার আগে সে সময়ের রাষ্ট্রপতি জিল্লুর রহমান একই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন।