সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » আজ রাতেই প্রকাশ হবে সংক্ষিপ্ত তালিকা
আজ রাতেই প্রকাশ হবে সংক্ষিপ্ত তালিকা
পক্ষকাল সংবাদ : রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির আর সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত সংক্ষিপ্ত নামের তালিকা রাতেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাত ৯টায় মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে নামের তালিকা প্রকাশ করা হবে। সব তথ্য সেখানে জানিয়ে দেয়া হবে।
এদিন বিকাল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির চতুর্থ বৈঠক বসে। সন্ধ্যায় ছয়টার কিছুক্ষণ আগে এই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে চূড়ান্ত সুপারিশ নিয়ে বঙ্গভবনে যায় সার্চ কমিটি।
গত ২৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার পদে তারা মোট ১০টি নাম প্রস্তাব করবেন।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে এবার প্রথমবারের মতো নিয়োগ পেতে যাচ্ছেন একজন নারী। সার্চ কমিটি গঠন করে জারি করা প্রজ্ঞাপনে এ বিষয়ে সুপারিশ করতে বলা হয়। ফলে সার্চ কমিটি আটজন পুরুষ এবং দুইজন নারীর নাম সুপারিশ করতে যাচ্ছেন।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি নিজেদের মধ্যে তিন দফা বৈঠক ছাড়াও প্রথমে ১২ বিশিষ্ট ব্যক্তি এবং পরে আরও চারজনের সঙ্গে বৈঠক করেছে। এ ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া ৩১টি দলের মধ্যে ২৬টি দলের কাছ থেকে পাঁচটি করে নাম জমা নিয়েছে তারা। বাকি দলগুলোর চারটি সার্চ কমিটিতে নাম দেয়নি আর একটি দল নির্ধারিত সময়ের পর নাম জমা দেয়ায় তা গ্রহণযোগ্য হয়নি।
রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া ১৩০টি নামের মধ্য থেকে ২০টি নাম নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা করে সার্চ কমিটি নিজেদের মধ্যে সবশেষ বৈঠকে বসে গত বৃহস্পতিবার।
সার্চ কমিটির সদস্যরা সুনির্দিষ্ট করে না বললেও ধারণা করা হচ্ছে আজকের বৈঠকেই ১০টি নাম চূড়ান্ত হওয়ার কথা।
তবে সার্চ কমিটির মুখপাত্র হিসেবে কাজ করা মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানিয়েছেন, সার্চ কমিটি যে ২০টি নামের তালিকা জমা দিয়েছে, এর বাইরে থেকেও নাম জমা দেয়া হতে পারে। সবই কমিটির সদস্যদের এখতিয়ার।
গত বৃহস্পতিবারের বৈঠক শেষে জানানো হয়, সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ জনের বিষয়ে নানা সূত্র থেকে খোঁজ খবর নেয়া হচ্ছে।
নির্বাচন কমিশনে নিয়োগ নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত মোট ৩১টি দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আর এই সংলাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর গঠন করা হয় সার্চ কমিটি।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এই কমিটিতে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুর রহমান, মহা হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশন-পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিভাগের উপউপাচার্য শিরীণ আখতার।
উল্লেখ্য, ২০১২ সালেও বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ দেয়ার আগে সে সময়ের রাষ্ট্রপতি জিল্লুর রহমান একই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন।