বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মুন্সীগঞ্জে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
মুন্সীগঞ্জে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব
হোসনে হাসানুল কবির, মুন্সুীগঞ্জ: মুন্সীগঞ্জ বহুর্মূখী উচ্চ বিদ্যালয়ে নতুন বছররে নতুন পাঠ্যপুস্তক বিতরন উৎসব শুরু হয়েছে। পরর্বতীতে মুন্সীগঞ্জ সদররে এ.ভ.জি.এম সরকারী বালিকা বিদ্যালয়ে ও ক.কে গভ. ইনস্টটিউট এ বিনামুল্যে বই বিতরণ করা হয়। দেশব্যাপী উৎসবরে মধ্য দিয়ে প্রথম থকেে নবম শ্রেনী সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে ৩২ কোটির বেশী নতুন বই। সারাদশেে স্কুল-মাদ্রাসায় একযোগে শিক্ষার্থীদরে হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরে গণভবনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণরে জন্য নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবরে উদ্বোধন করেন। উল্লখ্যে, বৃহস্পতবিার সকাল দশটার সময় মুন্সীগঞ্জ বহুর্মূখী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকটে মৃণাল কান্তি দাস বিশেষ অতিথি পুলশি সুপার বিপ্লব বিজয় তালুকদার, প্রাক্তন অধ্যক্ষ সুখনে চন্দ্র ব্যার্নাজি ও সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সাইফুল হাসান বাদল ও বই উৎসবরে সঙ্গে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভভিাবক, র্কমর্কতা-র্কমচারীসহ সবাইকে বই উৎসব পালনে সক্রিয় ভূমিকা রাখেন।