নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা
নাটোর প্রতিনিধি
নাটোরে জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিঃ বিজ্ঞান ও প্রযুক্তি ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. চিত্রলেখা নাজনিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের লাইব্রেরীয়ান কামরুল ইসলাম। এছাড়া সেমিনারে ৩জন শিক্ষার্থী তাদের গবেষণালব্ধ উদ্ভাবনী উপস্থাপন করেন। সেমিনারে বক্তরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে প্রতিটি জেলায় একটি করে বিজ্ঞান ক্লাব গঠন করা হবে। যার মাধ্যমে শিক্ষার্থীদের সম্মিলিত গবেষণার সুযোগ সৃষ্টি হবে। এর আগে জাদুঘরের রজতজয়ন্তি উপলক্ষ্যে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।