মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » » মুশফিকদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা
মুশফিকদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা
পক্ষকাল ডেস্ক ঃশততম টেস্টে বাংলাদেশের আগে এখন পর্যন্ত ৩টি দেশ পেয়েছিল জয়ের স্বাদ। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। সেই তালিকায় যোগ দিলো বাংলাদেশও।
শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হারিয়ে শততম টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। আর তাতেই কিনা পুরস্কারের বরণডালা নিয়ে হাজির হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঐতিহাসিক শততম টেস্ট জেতায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
টেস্ট জয়ের আগের দিনই কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে ঐতিহাসিক টেস্টের শেষ দিনটা মাঠে বসে থাকার বদলে পাপন চলে আসলেন ঢাকায়।
তবে ঢাকায় বসেও তার চোখ ছিল টিভির পর্দায়। সেখানে দেখেন দলের ক্রিকেটারদের অসাধারণ সাফল্য। তবে ঢাকায় ফেরার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন তিনি।
কলম্বোতে বসেই ক্রিকেটারদের সরাসরি এই পুরস্কার ঘোষণা করে আসেন তিনি। আজ বাংলাদেশ ঐতিহাসিক জয়ের পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের জন্য সেই এক কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।