মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নিমূল করা যাবে - পুলিশ সুপার
সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নিমূল করা যাবে - পুলিশ সুপার
মুন্সিগঞ্জ প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে ৭মাসের চাকুরির সময়ে প্রায় ৮হাজার মাদক সেবী ও এর সাথে জড়িতদের গ্রেফতার করেছি। কিন্তু তাদেরঅনেকেই ছাড়া পেয়েছে, শাস্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে। কিন্তু আমরা যদি সামাজিক আন্দোলনের মাধ্যমে এ সমস্যারসমাধানে এগিয়ে আসি তাহলেই আমরা স্বার্থক হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিয় সভায় মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনাকরেন। আগামী ২৯ তারিখে মুন্সীগঞ্জে মাদক বিরোধী কর্মসূচি বাস্তয়নের লক্ষ্যে আমি আপনাদের সহযোগিতা কামনা
করেন। এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রীসহ বিভিন্ন কণ্ঠ শিল্পীরাও আগমন করার কথা জানান তিনি।
মতবিনিময় সভায় মাদক বিরোধী সংগঠনের প্রস্তাব আসলে পুলিশ সুপার বলেন, অবশ্যই আমরা ভাল কাজের সাথে আছি।আপনারা স্বচ্ছভাবে এ সংগঠন গড়ে তুলুন প্রয়োজন হলে আমি নিজেই তার উদ্বোধন করব এবং আপনাদের পাশে থাকব।পুলিশ সুপার সামাজিক আন্দোলনের মাধ্যমেই যে মাদক নিমূল করা সম্ভব তার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন,
আমি
প্রস্তাবের মধ্যে উঠে আসে মাদকসেবিদের পুন:বাসন, সংধোন এবং যারা মাদকদের সাথে জড়িত তাদেরকে কিভাবেস্বাভাবিক জীবনে ফিরে আনা যায় ও উক্ত দিনের কর্মসূচির সফলভাবে বাস্তবায়নের করনীয় সম্পর্কে আলোচনা। মাদকবিরোধী অনুষ্ঠানের মাধ্যমে যেন জনগণের মধ্যে সামাজিক আন্দোলন গড়ে ওঠে তার প্রতি বক্তারা গুরুত্ব আরোপ করেন।মাদসেবীদের সংশোধনাগারে পাঠিয়ে মাদক সেবন থেকে দূরে রাখারও প্রস্তাব আসে এ মতবিনিময় সভা থেকে।
পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগীতা কামনা করে বলেন, যারা মাদক সেবনকারী ও বিক্রেতা তাদের তালিকা দেনতাদেরকে যেন আমরা সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি।আগামী ২৯ মার্চ মুন্সিগঞ্জে মাদক বিরোধী র্যালী ও দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে একমতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।মতবিনিময় সভায় প্রশ্ন রাখেন প্রবীন সাংবাদিক শেখ আলী আকবন, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, রাসেল মাহমুদ, সহসভাপতি বাছির উদ্দিন জুয়েল, এনটিভির সাংবাদিক মঈনউদ্দিন সুমন ও শেখ মোহাম্মদ শিমুল, মাহাবুব আলম লিটন
প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু হানিফ রানা, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ছোটন এবং সাংবাদিকদেরবিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।