২৯ হকার-মেয়র ফাইনাল খেলা
শফিকূল ইসলাম কাজল
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের পুনর্বাসের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি প্রদানের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দিয়েছেন হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন।হকারদের পুনর্বাসনের দাবিতে ২৯ মার্চ রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদ।
আবুল হোসেন বলেন, ২৯ মার্চ হকারদের মহাসমাবেশ হবে। এই মহাসমাবেশে ঢাকা শহর অচল হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে এই সমাবেশ থেকে।
এসময় মেয়রকে উদ্দেশ্য করে আবুল হোসেন বলেন, মেয়রকে বলব প্রয়োজন হলে আইন কর হকারদের পুনর্বাসন করুন। তা না হলে ভালো হবে না। হকারদের একটি স্থায়ী সমাধান চাই। হকারদের কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। আজ হকাররা মানবেতর জীবনযাপন করছে, এটা মেনে নেয়া হবে না।
বাংলাদেশে হকার ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার হায়াত বলেন, ২৯ মার্চ হবে হকার-মেয়র ফাইনাল খেলা। ২৯ তারিখের মধ্যে আমাদের পুনর্বাসন করা না হলে, যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে।
সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।