স্বাধীনতা দিবসে ৩২ নম্বরে মানুষের ঢল
শাফিকুল ইসলাম কাজল : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে হাজার হাজার মানুষ।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, এরপর দলীয় নেতা আমির হোসেন আমু,তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের,দিপু মনি সহ অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পরই আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার ,সাধারন সম্পাদক অপু উকিল ,মহানগর সভাপতি সাবিনা আখতার তুহিন এম পি
,ছাত্র লিগ,সেচ্ছাসেবক লীগ ,মহিলা আওয়ামী লীগ, মিছিল নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
এছাড়াও সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানান পেশার মানুষ ফুলের শ্রদ্ধা জানাতে আসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
দিবসটিকে কেন্দ্র করে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিশেষ এ দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে