সোমবার, ২৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোলে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় শাড়ি থ্রিপিছ উদ্ধার
বেনাপোলে সাড়ে তিন লাখ টাকার ভারতীয় শাড়ি থ্রিপিছ উদ্ধার
আমিনুর রহমান তুহিন বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক প্যজেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারত থেকে ফেরার সময় এক পাসপোর্টযাত্রীর নিকট থেকে উন্নত মানের ২৮ পিছ শাড়ি ও ৮০ পিছ থ্রীপিছ উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার বেলা সাড়ে ১০ টার সময় এ পন্য উদ্ধার হয়।
পাসপোর্টযাত্রী আশরাফুল আলম ঢাকার মিরপুর পল্লবী এলাকার আসলাম শেখের ছেলে। তার পাসপোর্ট নাং এডি-০৯১১১৪১।
৪৯, বিজিবি বেনাপোল চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার আবদুল ওহাব জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা (এফ আইজি আরআইভি) কর্তৃক সংবাদ পেয়ে উক্ত পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৮ পিছ ভারতীয় উন্নত মানের শাড়ি ও ৮০টি থ্রিপিছ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মুল্য ৩লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরো জানান উদ্ধার হওয়া ভারতীয় শাড়ি থ্রিপিছ বেনাপোল কাষ্টমস শুল্ক গুদামে জমা করা হয়েছে।