শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আতিয়া মহলে এখনো সেনা অভিযান চলছে
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আতিয়া মহলে এখনো সেনা অভিযান চলছে
২০৫ বার পঠিত
মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আতিয়া মহলে এখনো সেনা অভিযান চলছে

---পক্ষকাল সংবাদঃ টানা পঞ্চম দিনের মতো সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ অভিযান অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। তবে সকাল পর্যন্ত গোলাগুলি বা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি।

এদিকে অভিযান চলাকালে বেলা ১ টার দিকে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে শিববাড়ি এলাকায় এখনো সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে। তাই অভিযান সম্পর্কে খুব বেশি তথ্য জানা যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরে থাকা বিস্ফোরক উদ্ধারের কাজ চলছে।

এর আগে সোমবার রাতে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানায়, তাদের অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে। জঙ্গি আস্তানায় আর কোনো জীবিত জঙ্গি নেই।

মঙ্গলবার সকালে শিববাড়ি এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে আলাপকরে জানা গেছে সোমবার দিবাগত রাত বা মঙ্গলবার সকালে আর কোন গুলি বা বিস্ফোণের শব্দ শোনা যায়নি।

আতিয়া মহলের পুরো ভবনটা যে অবস্থায় আছে সেটা বেশ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সোমবার প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, সেজন্য সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। যে চারজন এখানে ছিল, তারা বেশ ভালো প্রশিক্ষিত। তাদের খুঁজে বের করে মারা হয়েছে। এটা কিন্তু বিশেষ করে সেনাবাহিনীর জন্য একটা বড় সফলতা বলে মনে করি। আমাদের অভিযান এখনও চলমান আছে। আরো হয়তো কিছু সময় লাগতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখায় দায়িত্বরত সহকারী উপকমিশনার (এডিসি) জেদান আল মুসা জানান, এখনো মোগরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সেনাবাহিনীর হস্তান্তর করা দুটি লাশের পরিচয় জানাননি। তিনি জানালে লাশের পরিচয় প্রকাশ করা হবে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) খায়রুল ফজল বলেন, আমরা লাশ দুটির পরিচয় এখনো নিশ্চিত করতে পারিনি। সেনাবাহিনীর কাছ থেকে লাশ গ্রহণ করার পর সিলেট ওসমানী হাসপাতালের হিমঘরে পাঠানো হয়। সেখান থেকে ময়নাতদন্ত করার দায়িত্ব কোতোয়ালি থানার।

এর আগে গতকাল রাতে খায়রুল ফজল জানিয়েছিলেন, আতিয়া মহলের নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন মর্জিনা ও কাওছার নামের দম্পতি। তিনি সে সময় লাশ দুটি মর্জিনা ও কাওছারের বলে জানিয়েছিলেন।

কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, এখনো লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাত হিসেবে লাশ দুটি ময়নাতদন্তে নেওয়া হয়েছে। ডা. তাহমিনা আক্তার, ডা. শামসুল আলম, ডা. নাজিয়া বেগম লাশ দুটির ময়নাতদন্ত করছেন।

২৩ মার্চ, বৃহস্পতিবার মধ্যরাতে আতিয়া মহলের নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

পরের দিন শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল। পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে গত শুক্রবার ভোর থেকে ‘আতিয়া মহল’ নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এ সময় বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।

পরে শনিবার সকাল থেকে অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান তত্ত্বাবধান করছেন সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)