বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » সুরঞ্জিত সেনগুপ্তের আসনে জয়ী হলেন স্ত্রী জয়া
সুরঞ্জিত সেনগুপ্তের আসনে জয়ী হলেন স্ত্রী জয়া
পক্ষকাল ডেস্ক/নিউজ জিঃ সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ ( দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় রিটার্নিং কর্মকর্তা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে জয়া সেনগুপ্ত পেয়েছেন ৯৫ হাজার ৯৫৯ ভোট।
অন্যদিকে সিংহ প্রতীক নিয়ে ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু পেয়েছেন ৪২হাজার ৪৪১ ভোট।
দিরাইয়ে জয়া সেনগুপ্তের বাসভবনে নির্বাচনের এ ফলাফল নিউজজিকে নিশ্চিত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
এর আগে তুমুল বর্ষণের মধ্যে শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। গত বুধবার রাত থেকে মুষলধারে বৃষ্টি নামে।
বৃহস্পতিবার সকাল ৮টায় বৃষ্টির মধ্যে শুরু হয় ভোটগ্রহণ। তবে বৈরি আবহাওয়ার কারণে সাড়ে ১১টা নাগাদ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না।
বেলা ১১টার পর ভোটার উপস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে । বিকাল ৪টা নাগাদ টানা ভোটগ্রহণ চলে। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। তবে নির্বাচনের দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ভোট প্রয়োগ হয়েছে কম।
উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০টি ভোটকেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।