মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » রানা প্লাজার মত ভবন ধসে মরতে চাই না
রানা প্লাজার মত ভবন ধসে মরতে চাই না
শফিকুল ইসলাম কাজল : গত বৃহস্পতিবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত অনন্ত গার্মেটসের ভবনটি হেলে পড়ার ঘটনা ঘটে।
ভবনের সিকিউরিটি রুমের কিছু অংশ ডেবে গেছে। সেই সাথে সীমানা প্রাচীর ভেঙে পড়েছে। ১৬ শতাংশ জমির উপর নির্মাণাধীন ১৩ তলা ‘মজিদ টাওয়ার’ এর নির্মাণ কাজের জন্য জমি খোড়া হলে পাশে থাকা অনন্ত গার্মেন্টস ভবনের সীমানা প্রাচীর ভেঙে পড়ে এবং ভবনটি কিছুটা হেলে পড়ে। বড় ধরনের বিপদের সম্ভাবনা রোধে পাশের নিচু জায়গা বালু দিয়ে ভরাট শুরু করে কর্তৃপক্ষ।
এলিফ্যান্ট রোডের ১৩৬ নম্বর বাড়িটিতে নিচের দুটি ফ্লোরে দুটি বাণিজ্যিক ব্যাংক ও বাকি ১২টি ফ্লোরে অনন্ত অ্যাপারেলসের। অনন্ত অ্যাপারেলসে প্রায় ১৪’শ শ্রমিক কাজ করে বলে জানা যায়। কিন্তু আজ মঙ্গলবার পুনরায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকদের রাস্তায় বসে থাকতে দেখা যাই। তাদের দাবী ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও গার্মেন্টসের ম্যানেজার জোর করে তাদের দিয়ে কাজ করাতে চায়। তারা বি জি এম ই কে সব কিছু জানিয়েছে কিন্তু প্রতিকার হয়নি। রাহেলা নামে এক গারমেন্টস কর্মী কান্না ভেজা চোখে বলল আমাদের অনেক ভয় লাগছে যদি রানা প্লাজার মত ভবন ধসে পড়ে। আজ আর কাজ করতে উপরে যাব না ।আমরা তো গরিব মানুষ আমাদের কে আপনারা মরার পর টেলিভিশনে দেখাবেন । একদিন সময় টেলিভিশন এসেছিলো কিন্তু দেখায়নি ,আমরাও জানি গরিব মরলে আপনাদের অনেক লাভ হবে।