রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মুজিবনগর দিবস উদযাপনে দুই দিনের কর্মসূচি
মুজিবনগর দিবস উদযাপনে দুই দিনের কর্মসূচি
পক্ষকাল প্রতিনিধি ;বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর সরকারের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। তত্কালীন সময়ে মুজিবনগর সরকার গঠন ও শপথগ্রহণে ভারতের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।
মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মেরিন জাহান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে মুজিবনগর সরকার দিবস উদযাপনে দুই দিনের কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও গার্ড অব অনার প্রদান।
একইদিন বেলা ৩টায় মুজিবনগরে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। পরদিন ১৮ এপ্রিল বেলা ৩টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।