মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » গ্রিক ভাস্কর্য সরাতে প্রধানমন্ত্রীর পরামর্শ
গ্রিক ভাস্কর্য সরাতে প্রধানমন্ত্রীর পরামর্শ
পক্ষকাল সংবাদ : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক ভাস্কর্য সরিয়ে নিতে বা ঢেকে দিতে প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচ নায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।নাম প্রকাশ না করা শর্তে মন্ত্রিসভার একাধিক সদস্য বলেন, শনিবার প্রধান বিচারপতিকে এ পরামর্শ দিয়েছেন বলে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির সঙ্গে তার একান্তে কথা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য সরিয়ে ফেলতে অথবা জাতীয় ঈদগাহ থেকে যেন দেখা না যায়, তার ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।
মন্ত্রিপরিষদ সভায় এক অনির্ধারিত আলোচনায় সুপ্রিম কোটের সামনে স্থাপিত জাস্টিসিয়া বা ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যের প্রসঙ্গটি তোলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি জাজেস কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে রাষ্ট্রের তিন অঙ্গ নিয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক বক্তব্যের প্রশংসা করেন। এসময় প্রধানমন্ত্রী নিজেই আলোচনায় অংশ নেন।
তিনি আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার কথা আবারও বলেন। এসময় তিনি নিজেই প্রঙ্গক্রমে হাইকোর্টে স্থাপিত ‘জাস্টিসিয়া’ বা ন্যায় বিচারের প্রতীক থেমিসের ভাস্কর্য নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের আলোচনা ছাড়াই হাইকোর্ট-সুপ্রিমকোর্টের সামনে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর ভাস্কর্য বানালেও সেটিকে আবার শাড়ি পরানো হয়েছে। গ্রিক দেবী কি শাড়ি পড়তো নাকি? আর এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে জাতীয় ঈদগাহ থেকেও চোখে পড়ে। আর এটি আসলেই দর্শনীয় কোনো ভাস্কর্য হয়নি।
তিনি বলেন, আমি গত শনিবার জাজেস কমপ্লেক্স উদ্বোধনের পর প্রধান বিচারপতির সঙ্গে এ বিষয়ে একান্তে কথা বলেছি। তাকে জানিয়েছি, ভাস্কর্যটি দর্শনীয় হয়নি। গ্রীক দেবীকে শাড়ি পরানো হয়েছে। এটি নিয়ে বিতর্কও উঠেছে। হয় এটি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে ফেলুন অথবা এমনভাবে রিপ্লেস (স্থানান্তর) করুন বা ঢেকে দিন যাতে এটি জাতীয় ঈদগাহ থেকে দেখা না যায়। তিনি বিষয়টি দেখবেন বলে আমাকে জানিয়েছেন।