মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের কমর্চারীদের ৪ মাস বেতন বন্ধ
১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের কমর্চারীদের ৪ মাস বেতন বন্ধ
পক্ষকাল প্রতিবেদক ঃ বিগত সাড়ে ৪ বছর ধরে একই বেতন-ভাতায় চাকুরী করা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)দের ৩ মাস (জানুয়ারি -মে/১৭) ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। ৪ মাস ধরে বেতন ভাতা বন্ধ থাকায় দেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের কর্মচারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপিরা) মানবেতর জীবনযাপন করছে। এমনকি বাংলা নববর্ষ ১৪২৪ এর নববর্ষ ভাতাও পায়নি কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা। কুমিল্লা জেলার লাকসাম উপজিলার মামিশ্ব কমিউনিটি ক্লিনিকের কর্মচারী ওয়াহিদুর রাহমান বলেন, বিগত প্রায় ৪ মাস ধরে বেতন ভাতা না দেওয়ায়, কিভাবে জীবনযাপন করছি আল্লাহপাক ছাড়া কেউ জানেন না। সঠিক সময়ে বেতন ভাতা না পাওয়ায় সেবাদানে উৎসাহ বাড়ছে না। প্রকল্পের আওতায় চাকুরী করায় মেয়ের বাবা আমাদের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছে না। ভাল দেখে বিয়ের সম্বন্ধ আসলে প্রকল্পে চাকুরী করি বলে সম্বন্ধ ভেঙে যায়। মেয়ের বাবা বলছে, কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা সঠিক সময়ে বেতন ভাতা পায় না কিভাবে এদের সাথে মেয়ে বিয়ে দিবো। অতিদ্রুত চাকুরী স্থায়ী ও বেতন ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান তিনি। বাংলাদেশ কমিউটিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)’র দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক শহিদুল ইসলাম জানান, বর্তমান জানুয়ারি থেকে মে মাসের বেতন ভাতা পায়নি। আমরা ২০১১ সালে যে বেতন ভাতায় চাকুরীতে যোগদান করেছি বর্তমানে ২০১৭ সালে একই বেতন ভাতায় চাকুরী করে আসতেছি। আমাদের চাকুরীর জাতীয়করণ ও বেতন ভাতা বৃদ্ধি করার জন্ঃপ্রধান মন্ত্রির হস্তক্ষেপ আশা করছি ।