বাহুবলী দেখতেই কলকাতায় আথৈ
বিনোদন ডেস্ক: ২৮ এপ্রিল ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাহুবলী২ : দ্য কনক্লুশন’ মুক্তির পর থেকেই ছবিটি সাড়া ফেলেছে। দর্শকপ্রিয়তার কারণে আয়ের লাগাম ছুটছেই। মুক্তির পর ভারতসহ প্রথম চার দিনের আয় ৬০০ কোটি ছাড়িয়েছে। এবার বাহুবলী দেখতে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়েছে একদল সিনেমাপ্রেমী। কলকাতার বাংলা সংবাদপত্র আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জানা গেছে, বাহুবলী দেখতে চাটার্ড প্লেনে চড়ে ঢাকা থেকে কলকাতা উড়ে এলেন ৪০ জন বাহুবলী ফ্যান। কলকাতার একটি মাল্টিপ্লেক্সে ইভনিং শো-তে দেখেও ফেলেছেন তাদের প্রিয় সিনেমা। ৪০ জনের এই দলে ছিল ১১ বছরের আথৈ খান। বাবা ও ভাইয়ের সঙ্গে শুধুমাত্র বাহুবলী দেখতেই কলকাতায় এসেছে ছোট্ট আথৈ। ছবি দেখার পর উচ্ছ্বসিত মুখে ওই বালক জানাল, ‘বাহুবলীর প্রথম পর্বে যে উত্তর পাইনি, তা জানতে দ্বিতীয় পর্বটা দেখতেই হত।’
বাংলাদেশে বলিউড বেশ জনপ্রিয় হলেও, বাহুবলী দেখার আগে দক্ষিণ ভারতের সিনেমা নিয়ে যে তার কোনও ধারণা ছিল না, তাও জানায় আথৈ।বাংলাদেশে প্রভাসের জনপ্রিয়তা কেমন? বাহুবলী প্রভাসের নামে সেখানে ফেসবুক ফ্যান পেজও আছে বলে জানিয়েছে আথৈ।